যশস্বীর অপরাজিত ১৭৩ রানের ঝড়ে ভারত ৩১৮/২

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ১০,অক্টোবর :: যশস্বী জয়সওয়ালের ব্যাটে ফের আগুন। দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ ওপেনার আজ খেললেন অপরাজিত ১৭৩ রানের ইনিংস। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত নির্ধারিত দিনে তোলে ৩১৮ রানে মাত্র দুই উইকেট হারিয়ে।

ইনিংসের শুরু থেকেই যশস্বী আত্মবিশ্বাসী ভঙ্গিতে খেলতে থাকেন। পুল, কভার ড্রাইভ আর লফটেড শটে মাঠ জুড়ে ঝড় তোলেন তিনি। তাঁর ইনিংসে এসেছে ২০টি চার ও ৭টি ছক্কা। অপর প্রান্তে রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারও দিয়েছেন কার্যকরী সহায়তা।

শেষ সেশনে যশস্বী যখন শতরান পেরিয়ে গেলেন, তখন স্টেডিয়াম জুড়ে “যশস্বী! যশস্বী!” ধ্বনি। ভারতীয় ইনিংসের শেষ অবধি তিনি অপরাজিত থাকেন ১৭৩ রানে।

বিশেষজ্ঞদের মতে, এই ইনিংস শুধুমাত্র তাঁর প্রতিভার নয়, বরং ধৈর্য ও পরিপক্বতার প্রতীক। ম্যাচে এখন পর্যন্ত ভারতীয় ব্যাটারদের পূর্ণ নিয়ন্ত্রণ, এবং বোলারদের জন্য অপেক্ষা কঠিন সময়।

চলতি সিরিজে যশস্বীর এটি তাঁর তৃতীয় শতরান — প্রমাণ করে দিচ্ছেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =