নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: সোমবার ১৮,ডিসেম্বর :: যাত্রীবাহী বাস উল্টে গিয়ে হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরুদ্ধ। হলদিয়ার দেউলপোতায় যাত্রী বোঝাই বাস উল্টে গিয়ে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে হলদিয়ার মহিষাদল থানায় এলাকায় দেউলপোতা ও মাইল পোস্টের মাঝে । হলদিয়া মেছাদা বাসটির মধ্যে বাস উল্টে গিয়ে প্রায় ৩০ জন যাত্রী আহত। বাসটিতে ভর্তি প্যাসেঞ্জার ছিল ।
