যাত্রীবাহী বাস ও মিনিডোর গাড়ির মধ্যে রেষারেষির জেরে মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে সোজা নয়নজুলিতে গিয়ে পড়লো যাত্রীবাহী বাস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার বোলতলা জোড়া বটতলার ঘটনা। হাসনাবাদ ও লেবুখালী রোডে শুক্রবার একটি যাত্রীবাহী বাস ও মিনিডোর গাড়ির মধ্যে রেষারেষির জেরে মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে সোজা নয়নজুলিতে গিয়ে পড়লো যাত্রীবাহী বাস।

যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে তাদেরকে উদ্ধার করে সবাইকে স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত হয় কুড়ি জন । ১৮ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । দুইজনের অবস্থা খুব গুরুতর । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বাস ও মিনিডোর এর রেষারেষিতে মোটরসাইকেলকে কাটাতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। পরে ক্রেন এনে বাসটিকে তোলা হয়। এই ঘটনায় পুলিশ বাসের চালক , খালাসী ও মিনিডোরের চালক , খালাসীকে আটক করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =