নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১০,মার্চ :: যাত্রীবাহী মিনিবাসের সাথে ট্রেলারের ধাক্কা। ভেঙ্গে পড়লো কাঁচ, তুবড়ে গেল সামনের অংশ। আহত চার ।
সোমবার সকালেই ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কোকওভেন থানার ডিপিএলের প্রশাসনিক ভবন মোড়। ঘটনাস্থলে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ ও কোকওভেন থানার পুলিশ।