নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ১৭,আগস্ট :: যাত্রী নিয়ে পারাপার করতে গিয়ে নদীর মাঝখানে কচুরিপানায় আটকে গেল যাত্রীসহ একটি নৌকা। উদ্ধার কার্যে ঘটনাস্থলে এন ডি আর এফ টিম। ঘটনাটি শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের বেলেমাঠ এলাকার।
জানা যায় নদীর ওপারে তৈরি হওয়া কলডাঙ্গা, পানপাড়া চড়ে বসবাস করে প্রায় ২ হাজার পরিবার। এপারে রয়েছে বেলেমাঠ গ্রাম যা বাগআঁচড়া তথা শান্তিপুরের সঙ্গে মূল যোগাযোগকারী এই নদী। স্কুল কলেজ থেকে শুরু করে যাবতীয় জরুরী ক্ষেত্র এমন কি চিকিৎসা, সব ক্ষেত্রেই এই নদী পারাপারই একমাত্র যোগাযোগ তাদের।
স্থানীয়দের দাবি দীর্ঘ কয়েক বছর ধরেই এই নদী পারাপার করে তারা যাতায়াত করেন, কিন্তু সারা বছর ধরেই নদীটি ভরে থাকে কচুরিপানায়, সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে তারা লিখিত জানিয়েছিলেন, কিন্তু নদীটি সংস্কারের কাজ কোনদিনই করা হয়নি।
বিগত দিনেও যাত্রী নিয়ে নদী পারাপার করতে গিয়ে মাঝ নদীতেই কচুরিপানায় আটকে যায় নৌকা, সেখানেও বিপদজনক অবস্থাতেই উদ্ধার কার্য করা হয়, আজ একই ঘটনা ঘটলো।