নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বুধবার ৬,সেপ্টেম্বর :: নদিয়া: যাদবপুরের মৃত ছাত্রের নামাঙ্কিত হাসপাতালের বিরুদ্ধে সরব হলো এলাকাবাসী। বগুলা গ্রামীণ হাসপাতালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নাম লেখা হয়েছিল স্বপ্নদ্বীপ গ্রামীণ হাসপাতাল। আজ স্থানীয় বগুলার লোকজন হাসপাতালে গিয়ে মৃত ছাত্রের নাম মুছে দেয়।
স্থানীয় বগুলা বাসিদের দাবি, মৃত ছাত্রের নামে অন্য কিছু করা হোক কিন্তু বগুলার নাম মুছে দেওয়া চলবে না। এরই প্রতিবাদ জানিয়ে আজ হাসপাতালে অস্থায়ী সুসজ্জিত গেট ভেঙে দিল স্থানীয় বাসিন্দারা। একই সাথে বিক্ষোভে সামিল হল তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি স্বপ্নদ্বীপের মৃত্যুর তদন্তকে চাপা দেওয়ার জন্যই তার নামাঙ্কিত হাসপাতালের নাম রাখা হচ্ছে। একই সাথে দাবি ওঠে, বগুলা গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন করা চলবেনা।