যাদবপুরের সেই প্রাক্তনীকে জামিন দিল আদালত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৮,আগস্ট :: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল রায় অবশেষে আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেলেন। দীর্ঘদিন ধরে মামলায় জড়িয়ে থাকার পর আজ আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী পূরণ করার পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এদিন আদালতের নির্দেশে স্পষ্ট জানানো হয় যে, তদন্ত চলাকালীন তাঁকে নিয়মিতভাবে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে।

প্রাক্তনীর আইনজীবী জানান, এই রায়ে সত্যের জয় হয়েছে এবং তিনি বিশ্বাস করেন পরবর্তী শুনানিতেও ন্যায়বিচার মিলবে। অপরদিকে, পরিবারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে।

তবে মামলার মূল বিচারের শুনানি এখনও বাকি রয়েছে। পরবর্তী তারিখে আদালতে আবার শুনানি হওয়ার কথা আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =