নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: যাদবপুর :: শুক্রবার ২৫,আগস্ট :: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় এবার পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যাদবপুর কান্ডের প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
দুপুর দুটো থেকেই মিছিল শুরু হয় গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে। মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পৌঁছানোর আগেই, যাদবপুর থানার পুলিশ এই মিছিল কে বাধা দেন। ক্যাম্পাসের আগেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর বেশ কিছু কর্মী সমর্থক রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
যাদবপুর থানার পুলিশ টেনে হিঁচড়ে তাদেরকে বাসে তোলেন। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় চরম বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে যান চলাচলও স্বাভাবিক।