সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ৬,সেপ্টেম্বর :: ইডির হাতে আটক আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। এদিন সকাল ৭ টা নাগাদ তাঁর সুভাষগ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি থেকে বেরলেন আধিকারিকরা।
প্রসঙ্গত, প্রসূন নিজেকে সন্দীপের পিএ বলে দাবি করতেন বলে খবর।গত ৯ অগস্ট আরজি করের ইমারজেন্সি বিল্ডিংয়ের ৪ তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। সেদিনের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। যেখানে বহু মানুষকে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছিল, ‘ক্রাইম সিনে’ বহিরাগতরা প্রবেশ করেছে। সেই ভাইরাল ভিডিয়োতেই দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে।
পেশায় তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর। অবশ্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত। সন্দীপের পিএ হিসেবে নাকি কাজ করেছেন তিনি। এহেন প্রসূনের বাড়িতেই আজ হানা দিল ইডি। তবে খুনের তদন্তে ইডি সেখানে যায়নি। আর্থিক দুর্নীতির তদন্তের পরিপ্রেক্ষিতেই আজ প্রসূনের বাড়িতে অভিযান চলছে।