যুদ্ধজয়ের গৌরবকে স্মরণ করে দক্ষিণ কলকাতার এক ক্যাফে তিনটি দেওয়াল জুড়ে তৈরি করেছে সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধার চিত্র

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৩,মে :: নিশ্ছিদ্র পরিকল্পনা এবং সাহসিকতার নিদর্শন দেখিয়ে মিসাইল উৎক্ষেপণ থেকে শুরু করে ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী এবং বায়ুসেনার যৌথ অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন দেশবাসী।এই যুদ্ধজয়ের গৌরবকে স্মরণ করে দক্ষিণ কলকাতার এক ক্যাফে তিনটি দেওয়াল জুড়ে তৈরি করেছে সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধার চিত্র । সেই দেওয়াল চিত্রে সাহসিকতার পাশাপাশি দেখানো হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-কে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে।

এদিকে, পাকিস্তানের বিমান হামলার পরিকল্পনা বানচাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতীয় বায়ুসেনা। বুধবার গভীর রাতে মোতায়েন করা হয় উন্নত প্রযুক্তির এস-৪০০ ‘সুদর্শন চক্র’ এয়ার ডিফেন্স সিস্টেম।

পাশাপাশি, ভারতীয় নৌবাহিনী,বিমান বাহিনী  এবং সেনাবাহিনীও ‘অপারেশন সিন্দুর’-এর সময় সমন্বিত এবং নিখুঁত অভিযানে অংশ নিয়ে শত্রুপক্ষকে কার্যত স্তব্ধ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =