ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: ইউক্রেনের আগ্রাসনের প্রতিবাদে রাশিয়া যুদ্ধবিরোধী বিক্ষোভে এক দিনে পাঁচ হাজারের বেশি লোককে আটক করেছে রুশ পুলিশ। সোমবার বিক্ষোভ নজরদারিকারী সংস্থা ওভিডি-ইনফো এক টুইট বার্তায় এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, রবিবার রাশিয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত যুদ্ধবিরোধী বিক্ষোভে পাঁচ হাজার ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত যুদ্ধবিরোধী বিক্ষোভে ১৩ হাজার তিন শ’র বেশি লোককে আটক করা হয়েছে বলে জানায় সংস্থাটি। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।