নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: দুশ্চিন্তার অবসান করে অবশেষে যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরেছে আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকার বাসিন্দা বছর বাইশের তন্নীষ্ঠা রায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের নবম দিনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে দেশে ফিরেছে তন্নীষ্ঠা।
যুদ্ধবিধস্ত ইউক্রেন থেকে প্রথমে ট্রেনে করে পোল্যান্ড সীমান্তে পৌঁছায় সে, তারপর সেখান থেকে ভারত সরকারের উদ্যোগে বসে করে পোল্যান্ডে এ প্রবেশ করে একরাত হোটেলে থাকে। এরপর শুক্রবার রাতে ইউক্রেন থেকে বাড়ি ফিরল তন্নীষ্ঠা ।তবে মেয়ে ফিরলেও মেয়ের ডাক্তারি পড়া নিয়ে যথেষ্টউদ্বিগ্ন পরিবারের লোকেরা । উদ্বেগেই আছেন তননিষ্ঠার বাবা মাও । যুদ্ধ থামলে মেয়েকে আবার ডাক্তারি পড়া শেষ করতে ইউক্রেন পাঠাবে তার পরিবার।