যুবককে গলা কেটে নৃশংস খুন ! গ্রেফতার অভিযুক্ত ! তদন্তে পুলিশ, এলাকায় উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: সোমবার ২০,জানুয়ারি :: পূর্ব মেদিনীপুর কাঁথিতে যুবক খুনের অভিযোগে উত্তেজনা। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। কাঁথি শহরের মনোহরচক এলাকায় মঞ্জুরি গোষ্ঠী নামের একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান ছিল রবিবার।

রাতভর জলসা ও নাচানাচি করার সময় আচমকা গলায় ধারালো অস্ত্রের কোপ মারে আরেক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক(২৫) নামের যুবক। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর আহত যুবকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সৌরভ দাস (ওরফে পাশা)।

ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে কাঁথির পাঁচ নম্বর ওয়ার্ডের খড়্গচন্ডী শ্মশানের কাছে। রাত্রি প্রায় দেড়টার সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনা ঘটে। তবে ঠিক কি কারনে এই ঘটনা পুলিশ ইতিমধ্যে আরও তদন্ত করছে।

মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছেছেন। পুরো ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে । সেখান থেকে পুলিশ রক্তের নমুনা সংগ্রহ করেছে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। রাত্রি দেড়টার নাগাদ দুই বন্ধুর বচসা হয় ।   ধারালো অস্ত্রের কোপ মারে গলায়, তারপর যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টির মোটিভ জানার আরো চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fifteen =