যুবককে পিটিয়ে খুন , আটক এক ,তদন্তে পুলিশ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি বাজার এলাকায়। মৃত যুবকের নাম জামির উদ্দিন শেখ । স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে পেটায় বেশ কয়েকজন স্থানীয় কয়েকজন।

অভিযোগ অভিযুক্তরা সকলে মদ্যপ অবস্থায় ছিল । মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ । পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এ বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মন্ডল বলেন, মদ্যপ অবস্থায় বচসার জেরে এই ঘটনা ঘটেছে।

মৃত যুবক ও তার সঙ্গীরা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত । দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে । এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 2 =