নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ১৭,অক্টোবর :: নদিয়ার কৃষ্ণনগরের পুলিস সুপারের অফিসের কাছাকাছি এলাকায় এক যুবতীর অর্ধনগ্ন ও পোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে আজ সকালে নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থানার দূর্গা বারোয়ারী এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে স্থানীয় মানুষজন প্রাতঃভ্রমণ করতে গিয়ে আর যুবতীর আধা পোড়া মৃতদেহ দেখতে পায়। সাথে সাথেই খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত যুবতীর বয়স আনুমানিক ২০-২১ বছর এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোথা থেকে তাকে খুন করে তার মুখে আগুন ধরিয়ে ওই এলাকায় মৃতদেহটি ফেলে রেখে গেছে।
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান,ধর্ষণের পর তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। এখনো পর্যন্ত মৃত যুবতীর পরিচয় জানা যায়নি। ঘটনার পর তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।