যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার ফাইনালে তারা ডায়মন্ড হারবারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ২৩,আগস্ট :: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ডায়মন্ড হারবারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল।

এই জয়ের ফলে তারা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক বিশেষ স্থান তৈরি করে নিল কারণ গত ৩৪ বছরে কোনও দলই পরপর দুবার ডুরান্ড কাপের শিরোপা ধরে রাখতে পারেনি।

                                                                                                ছবি :: সংগৃহিত 

বিপক্ষের দলটা যে চ্যাম্পিয়ন টিম, তা প্রমাণ করলেন জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। প্রতিপক্ষকে প্রথমে মেপে নিয়ে যে খেলাটা খেলল নর্থইস্ট, তা তারিফযোগ্য।

দলকে উজ্জীবিত করার জন্য যুবভারতীতে উপস্থিত ছিলেন নর্থইস্টের অন্যতম কর্ণধার জন আব্রাহাম। তাঁর সামনেই ডায়মন্ড হারবারকে ৬-১ গোলে হারিয়ে পরপর দু’বার ডুরান্ড চ্যাম্পিয়ন হল নর্থইস্ট।

এদিন পুরো ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেড এফসি-র দাপট ছিল চোখে পড়ার মতো। ম্যাচের শুরু থেকেই তারা ডায়মন্ড হারবারের ওপর চাপ সৃষ্টি করে এবং একের পর এক আক্রমণে বিপক্ষকে দিশেহারা করে তোলে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা।

২৩ মিনিটে গিরিক খোসলার ক্রস থেকে জবির হেড কোনও রকমে বাঁচান নর্থইস্ট গোলকিপার। ২৭ মিনিটে জবির শট সাইড নেটে লাগে। এই সময় পর্যন্ত ডায়মন্ড হারবার সমস্ত দিক থেকে এগিয়ে ছিল নর্থইস্টের থেকে।

এরপরেই ছন্দপতন! ৩০ মিনিটে আশির আখতারের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। এক্ষেত্রে ডায়মন্ড গোলরক্ষক মিরশাদকে দায়ী করা যায়। ৩৫ মিনিটে সুযোগ নষ্ট নর্থইস্টের। পার্থিব গোগোইয়ের শট দারুণভাবে বাঁচান মিরশাদ।

ফিরতি বলে মিস করে থই সিং। ৩৮ মিনিট ফাঁকা গোলে ঠেলতে ব্যর্থ হন চেমা। বিরতির ঠিক আগে পার্থিব গোগোইয়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ায় নর্থইস্ট।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নর্থইস্ট। ডায়মন্ড হারবারের জালে আরও ৪টি গোল জড়িয়ে দেয় তারা। ডায়মন্ড হারবার একটি গোল শোধ করলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =