যুব তৃণমূলের কর্মীকে দিনের বেলায় গুলি করে হত্যা করল দুস্কৃতিরা, আহত আর এক।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ৯,আগস্ট :: দিন দুপুরে গুলি করে যুব তৃণমূলের এক কর্মীকে হত্যা করে চম্পট দিল দুস্কৃতিরা। গুলির ঘটনায় চাঞ্চল্যে ছড়িয়ে কোচবিহার জেলার ২নম্বর ব্লকের পুন্ডিবাড়ী থানার ডোডেয়ার হাট এলাকায়।

উল্লেখ্য কয়েক মাস আগে গুলিবিদ্ধ হয়ে ছিলেন কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে । কোচবিহারে ফের যুব তৃনমূলের এক কমী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল।আজ দুপুরে বন্ধুদের সাথে কোচবিহারে ডোডেযার হাট এলাকায় দাড়িয়ে গল্প করছিলেন তৃণমূলের যুব নেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়।

সেই সময় কয়েকজন দুস্কৃতি বাইকে করে এসে খুব কাছ থেকে অমর রায়কে লক্ষ্য করে মাথায় গুলি করে ,ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তার সাথে থাকা এক বন্ধুর পায়ে গুলি লাগে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান দুষ্কৃতিরা দুজনকে গুলি করার পর এলোপাথাড়ি ভাবে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, দিনের বেলায় একজনকে হত্যা করার জন্য নিরাপত্তা ব্যাবস্থাকে দায়ী করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =