নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৯,জুলাই :: যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হলো। জানা যায় বৃহস্পতিবার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মাঝের বাড়ি থেকে এই মিছিলের সূচনা হয়
আগামী একুশে জুলাই ধর্মতলার শহীদ সভাকে সফল করতেই এই মিছিল বলে জানানো হয়েছে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই মিছিলে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল ছিল বলে দাবি যুব তৃণমূল নেতৃত্বের।
কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মন জানান একুশে জুলাই এর সভাকে সফল করতে এবং সেই সঙ্গে কোচবিহারের ভূমিপুত্র উত্তম কুমার ব্রজবাসীকে আসাম সরকারের পাঠানো এনআরসি নোটিশের প্রতিবাদে এদিনের এই মিছিল করা হয়।
এ দিনের মিছিলে যুব তৃণমূল সভাপতি স্বপন বর্মন ছাড়াও উপস্থিত ছিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, শ্রমিক সংগঠনের নেতা মজিরুল হোসেন এবং মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন মাথাভাঙ্গা ১ নং ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন
এছাড়াও অন্যান্য নেতৃত্ব এবং বিপুলসংখ্যক কর্মী এই মিছিলে অংশগ্রহণ করেছিল। এদিন এই মিছিলটি শিকারপুর কুশামারি হয়ে জোর পাটকিতে গিয়ে শেষ হয়।