নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ২৫,এপ্রিল :: কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কারবালার মোড় সংলগ্ন এলাকায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া আরোগ্যের কর্ণধার শ্রী ইন্দ্রজিৎ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই আয়োজনে বিশেষভাবে অংশগ্রহণ করেন চুঁচুড়া আরোগ্যের উদ্যোগে পরিচালিত হুইলচেয়ার ব্যবহারকারী বহু মানুষ, যাঁরা শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
আজকের এই অনুষ্ঠান ছিল এক প্রকার নীরব প্রতিবাদ, একত্রে জাতীয় সংহতির বার্তা বহনকারী এক আবেগঘন মুহূর্ত।