নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: সোমবার দুপুরে এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় ময়নাগুড়ি ব্লকের পদমতি এক নং গ্রাম পঞ্চায়েতের ভোটপট্টি দুর্গাবাড়িতে ।
এদিনের এই যোগদান সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশাপাশি জেলা বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায় জেলা সভাপতি শ্যামল রায় প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী সাধারণ সম্পাদক দধিরাম রায়, প্রাক্তন বিধায়িকা মিতালী রায় জেলা সম্পাদিকা সুশীলা রায় সহ অন্যান্যরা।
বিজেপির দাবি এই এসআই আর আবহেও মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রাখছেন এবং আজ ২৬৪ টি পরিবারের ৭২২ জন যোগদান করলেন।

