নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে যোগ্য শিক্ষকরা ডি আই দপ্তরে বিক্ষোভ দেখাবার সময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে তার প্রতিবাদে
গতকাল রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে করা হয়েছিল। শিক্ষকের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় আজ দ্বিতীয় দিনেও বিক্ষোভ বা প্রতিবাদ দেখা গেল।
আজ বিকাল ৫টায় কুলটির নিয়ামতপুরে বাজারে নিয়ামতপুর এরিয়া সিপিএম পার্টির তরফে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এক পথ সভা করা হলো। যেখানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সাগর মুখার্জি, দেও আনন্দ প্রসাদ, রফত পারভেজ, অশোক শাও, জাভেদ আনসারী সহ অনেকে।