সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদের উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সাহাউদ্দিন মল্লিক (৪৫)। বাড়ি মগরাহাট থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। সাহাউদ্দিন পেশায় ফেরিওয়ালা ছিলেন মূলত পুরনো জিনিস কলকাতায় এবং পাড়ায় কেনাবেচা করতেন তিনি।
সোমবার দুপুরে স্থানীয় বেশ কয়েকজন মুকুন্দপুরের একটি জলাশয় ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় ওই ব্যক্তির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের দাবি ওনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
পরিবারের অভিযোগের তীর শাহরুল মোল্লা নামে এক ব্যবসায়ী বিরুদ্ধে। যদিও এই ঘটনার পর থেকে পলাতক শাহারুল মোল্লা ও তার পরিবার। তদন্তে মগরাহাট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক কোনো শত্রুতা জেরে এই খুন।