নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শুক্রবার ১৮,আগস্ট :: রক্ত দিতে দেরী সমাজ কর্মীকে মারধরের অভিযোগ বিধায়কের দেহ রক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জে। স্থানীয় সূত্রে খবর গত বুধবার বহরমপুর হাসপাতালে ভর্তি ছিল কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের দেহরক্ষীর বাবা।
প্রয়োজন হয় রক্তের। নদীয়ার সমাজকর্মী, ওসমান গনির কাছে ফোন আসে, রক্তের প্রয়োজন নিয়ে। রক্ত যোগাড় করতে প্রায় ঘন্টা তিনেক সময় লাগে আর তাতেই ফোনে হুমকি সমাজ কর্মী ওসমান গনি শেখ কে। বৃহস্পতিবার বিধায়ক নাসির উদ্দিন আহমেদের নাম করে ডেকে এনে সমাজ কর্মীকে মারধর করে বিধায়কের দেহরক্ষী।
এরপরেই সমাজকর্মীর হয়ে অসংখ্য অনুগামীরা ৩৪ নম্বর জাতীয় সড়কে এসে বিক্ষোভ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে আসে কালিগঞ্জ থানার মীরা বাড়ির পুলিশ। যদিও বিধায়ক নাসির উদ্দিন আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তার দেহরক্ষীর সুরমান সেখের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।