নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রঘুনাথগঞ্জ :: মঙ্গলবার ৩,জুন :: রঘুনাথগঞ্জের রাণীনগর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার সকালে রানীনগরের চাষের জমি থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কে বা কারা অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে খুন করে ফেলে রেখেছে চাষের জমিতে তা এখনো জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
মৃত মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি মৃত্যুর কারণও খতিয়ে রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।