সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা ডেস্ক :: রবিবার ১৭,নভেম্বর :: প্রায় এক বছর পর বাইশ গজে ,শামি খেললেন। রঞ্জি ট্রফিতে বাংলার ঘরে এলো জয়। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ হাসি হাসলো বাংলা, ১১ রানে জিতা নিল ম্যাচ। প্রথম ইনিংসে নিয়েছিলেন চার উইকেট, দ্বিতীয় ইনিংসে নিলেন ৩ উইকেট। বাংলা দু’ইনিংসে করে ২২৮ ও ২৭৬ রান।
মধ্যপ্রদেশ প্রথম ইনিংস শেষ হয় ১৬৭ রানে। দ্বিতীয় ইনিংস সমাপ্ত হয় ৩২৬ রানে। দুটো দলই জিতবার জন্য আপ্রাণ চেষ্টা করে। মধ্যাহ্নভোজের বিরতিতে জিততে হলে ১০০ রান থেকে দূরে ছিল মধ্য প্রদেশ। এরপর চা বিরতিতে মধ্যপ্রদেশের রান ছিল ৮ উইকেটে ৩২৩ রানে। জেতার খুব কাছে চলে এসেছিল তারা। কিন্তু এরপর মাত্র তিন রান যোগ হয়, তারপর অলআউট হয়ে যায় মধ্যপ্রদেশ।
শাহবাজ আহমেদ ১৯ ওভার বল করে ৪৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট । পাশাপাশি মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসেও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে ২৪.২ ওভার বল করে ১০২ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এই জয়ের কারণে রঞ্জি ট্রফিতে বাংলার নকআউট পর্বে যাওয়ার আশা টিকে থাকলো।