নিজস্ব প্রতিবেদক ও আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সূত্রের খবর, শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিধায়ককে এদিনের বিধানসভার ঘটনায় সাসপেন্ড করেছেন স্পিকার৷ শুভেন্দু ছাড়া বাকিরা হলেন শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মনোজ টিগ্গা ও নরহরি মাহাতো৷
গত ক’দিন ধরেই বগটুই গণহত্যা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছিলেন বিরোধী দলের বিধায়কেরা৷ এদিনও শুভেন্দুর নেতৃত্বে বিরোধী বিধায়কেরা সেই দাবি জানান৷
শুভেন্দুর অভিযোগ, ‘‘রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ বাংলায় পুলিশের কোনও শাসন নেই৷’’ এরই প্রতিবাদে এদিন ওয়ালে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা । অভিযোগ বিরোধী বিধায়কদের ওপর হামলা চালায় শাসকদলের একাংশ বিধায়ক৷
বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ‘‘বাংলার গ্রাম গঞ্জের সন্ত্রাস এবার বিধানসভার ভিতরেও৷ আমাদেরকেই মারধর করা হল৷ আবার আমাদেরকেই সাসপেন্ড করা হল৷ এর থেকে লজ্জার আর কি বলব৷’’ শুভেন্দু জানিয়েছেন, শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের এই আন্দোলন জারি থাকবে৷
সূত্রের খবর, রামপুরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে গেরুয়া শিবির। সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। তবে স্পিকার দাবি করেন, এই ধরনের প্রসঙ্গে বিধানসভার কাজ বিঘ্নিত হচ্ছে। এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরফলে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। তিনি এই মুহূর্তে এসএসকেমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। আক্রান্ত হয় বিজেপির কয়েকজন বিধায়কও।