রতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুর মাঠে তিনি একটি মেগা জনসভা করবেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: মঙ্গলবার ৩০,ডিসেম্বর :: বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়াতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

তারই অঙ্গ হিসেবে বছরের শুরুতেই জনসংযোগে নামতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুর মাঠে তিনি একটি মেগা জনসভা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।এই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে বিনোদপুর মাঠ পরিদর্শন করেন SRDA-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির একাধিক সদস্য। অল্প সময়ের মধ্যে এত বড় সমাবেশ আয়োজন হওয়ায়, কাজের অগ্রগতি ও পরিকাঠামোগত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতেই এই পরিদর্শন।

মাঠ পরিদর্শনের পর তারাপীঠের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে কোর কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মূলত ৬ জানুয়ারির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কোন এলাকা থেকে কত সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন, সমাবেশ সুষ্ঠুভাবে পরিচালনা এবং মাঠের ভিতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা—এই সব বিষয়েই গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =