নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৪,জানুয়ারি :: রতুয়া ১ নং ব্লক অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টির নেতৃত্ব ঘোষণা। রতুয়া ১ নং ব্লকের বাহারাল অঞ্চলের মিম পার্টির কার্যালয়ে নেতৃত্বদের নাম ঘোষণা হয়ে গেল সোমবার।
রতুয়া ১ নং ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে শাখা সংগঠনের মিম নেতৃত্বদের নাম ঘোষণা করা হয়। রতুয়া এক নং ব্লক মিম পার্টির সহ সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ শামীম আখতারের,
দেবীপুর অঞ্চল মিম পার্টির সভাপতি হিসেবে আব্দুল কাশেম এর নাম ঘোষণা হয়, সাহাপুর ৮৩ নম্বর বুথের মিম পার্টির বুথ সভাপতি হিসেবে সৈয়দ কিতাবুল এবং বৈকুন্ঠপুর ৮৯ নম্বর বুথের বুথ সভাপতি হিসেবে শেখ মাসুমের নাম ঘোষণা করা হয়।
আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের সংগঠনকে শক্তপোক্ত করতে চাইছে মিম বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এই উদ্দেশ্যে মাটি কামড়ে পড়েছে মিম। পাশাপাশি এই সভায় অনেকেই মিম দলে নিজেদের নাম লেখালেন।
আজকের এই সময় উপস্থিত ছিলেন রতুয়া এক নং ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীর, বাহারাল অঞ্চল মিম পার্টির সভাপতি জামিল আক্তার সহ অনেকেই।

