কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জানুয়ারি ২৪,শুক্রবার :: রতুয়া ২ নম্বর ব্লকের আরাইডাঙ্গা অঞ্চলের নবম পর্যায়ের দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আজ মূল ক্যাম্পাসটি করা হয়েছে আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমী হাই স্কুলে ।
এছাড়াও আরাইডাঙ্গা অঞ্চলের প্রতিটি প্রাইমারি স্কুলে অক্সিলারি ক্যাম্প বসানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ৩৬ টি প্রকল্প স্টল করা হয়েছে এই দুয়ারে সরকার পরিদর্শনে আছেন রতুযার বিধায়ক সমর মুখার্জি ।
এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া টু ব্লকের বিডিও শেখর শেরপা, জয়েন্ট বিডিও কল্যান আশীষ দাস। আড়াই ডাঙ্গা অঞ্চল প্রধান মায়িতুন খাতুন বিবি, প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার। এই দুয়ারে সরকারের বিডিও অফিস থেকে বিনামূল্যে জেরক্সের ব্যবস্থা করেছেন।