রক্তিম সিদ্ধান্ত :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মঙ্গলবার ২০,জুন :: মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ, কবির লেখা বাস্তবায়িত হল মুর্শিদাবাদের জেমো রথতলায়। মুর্শিদাবাদ জেলার জেমো রথ তলা এলাকায় প্রায় ৫০০ বছর ধরে রথযাত্রার আয়োজন করে আসছে দাস পরিবার ।
অন্যান্য জায়গার মতো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চাপেন না এখানে শুধুমাত্র জগন্নাথ দেবকে রথে চাপিয়ে নগর পরিক্রমা করেন এলাকাবাসীরা। তবে এই রথযাত্রাকে কেন্দ্র করে শুধু সনাতন ধর্মাবলম্বী মানুষেরা উৎসাহী থাকেন তা নয় বরং এখানে ইসলাম সম্প্রদায়ের মানুষেরাও রথযাত্রায় শামিল হন এবং তারাও রথযাত্রায় অংশগ্রহণ করেন।
রথযাত্রাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আনন্দমুখর থাকেন জেমো রথ তলা এলাকায়। রথযাত্রাকে কেন্দ্র করে জেমো রথ তলা এলাকায় বসেছে মেলার আসর।
রথের রশিতে হিন্দু মুসলিম সকলেই টান দেন এবং প্রভু জগন্নাথের কাছে তাদের মনস্কামনা পূরণ করবার জন্য প্রার্থনা করেন। আজ জেমো রথ তলার এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা উৎসব যেন বাঙালির কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে।