রথযাত্রার সময়ে ব্যাবহারের জন্যে সোনার ঝাড়ু বানিয়ে দেবেন তিনি। এই ঝাড়ু তৈরীর জন্যে নিজের অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন মমতা। তৈরি করবে ইসকন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: আগামী অক্ষয় তৃতীয়ায় দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। একই সাথে এই মন্দিরে পরিচালন কমিটিও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী ।গত ২০১৯ সালে দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

এরপর কোভিড পর্ব কাটিয়ে গত ২০২২ সালের মে মাসে নতুন দিঘায় ২২ একর জমির উপর মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। বুধবার মন্দির চত্বরে যান মমতা। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক পূর্নেন্দু মাঝি, এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস সহ অন্যান্য আধিকারিকেরা।

“আগামী কয়েক হাজার বছর ধরে বাংলার সমুদ্রতীরে অন্যতম তীর্থধাম হবে এই জগন্নাথ মন্দির।” পুরীর আদলে দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির বুধবার দুপুরে পরিদর্শনের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়াও তিনি বলেন রথযাত্রার সময়ে ব্যাবহারের জন্যে সোনার ঝাড়ু বানিয়ে দেবেন তিনি। এই ঝাড়ু তৈরীর জন্যে নিজের অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন মমতা। তৈরি করবে ইসকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =