নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজাপুর :: রবিবার ৪,জুন :: রাজাপুর ইসকনের জগন্নাথ মন্দিরে মহাসড়ম্বরে পালিত হলো স্নানযাত্রা উৎসব। এদিনের স্নানের পর জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হলেন জগন্নাথ দেব। রথের আগের দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে জগন্নাথ দেবের। পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন রথের দিন রাজ বেশে রাজ রথে করে।
তীব্র দাবদাহ উপেক্ষা করে হাজার হাজার দেশী ও বিদেশী ভক্ত জগন্নাথকে স্নান করানোর উদ্দেশ্যে লাইন দেন । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দির মিলন মেলায় পরিণত হয় । অন্যদিকে স্নানযাত্রার মাধ্যমেই সূচিত হলো ইসকন রথযাত্রার প্রস্তুতি।
মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর জগন্নাথ মন্দির। সেখান থেকে রথের দিন মহাসাড়ম্বরে তিনটি পৃথক রথে করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী আসবেন মায়াপুর ইসকনের অস্থায়ী গুন্ডিচায়।