নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ইউক্রেন ফেরত পড়ুয়াদের দেখতে হুগলীতে আসেন সাংসদ তথা দলের রাজ্য সম্পাদিকা লকেট চ্যাটার্জি | এদিন উত্তরপাড়া, সিঙ্গুর হয়ে হুগলীর ব্যান্ডেল কৈলাসনগরে আসেন লকেট চ্যাটার্জী। এই তিন জায়গায় তিন ইউক্রেন ফেরত পড়ুয়াদের সাথে কথা বলে আশ্বস্ত সাংসদ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর প্রচেষ্টায় যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে।
পৌরভোট নিয়ে দলের অন্দরে সরব হলেও এদিন নিজ নির্বাচনী এলাকার আওতাভুক্ত চুঁচুড়া, চন্দননগর ও ভদ্রেশ্বরে বিজেপির ভরাডুবির পিছনে এদিন সাংবাদিকদের সামনে তিনি তৃণমূলের ছাপ্পাভোট দেওয়াকেই কারন হিসাবে দেখিয়েছেন।
পাশাপাশি পৌর নির্বাচনে বহু জায়গায় সিপিএমের ২য় স্থানে উঠে আসার জন্যও তৃণমূলের হাত রয়েছে বলে দাবী করেন লকেট চ্যাটার্জী। অন্যদিকে সাহাগঞ্জের ডানলপ কারখানার ভরাডুবি নিয়েও রাজ্য সরকারকেই দায়ী করেন সাংসদ।