নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৭,সেপ্টেম্বর :: রবিবার কালভার্টের তলা থেকে দুই যুবকের দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বেঁধেছে মালদার মোথাবাড়িতে। মোথাবাড়ির শম্ভু মোড়ে কালভার্টের নীচে রাজু ঘোষ(২৭), বিবেক মণ্ডল(৩০) নামে দুই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন মোথাবাড়ির মণ্ডল পাড়ার বাসিন্দা । দেহগুলির কাছ থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। পথ দুর্ঘটনা থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে অন্য কোনও রহস্য থাকতে পারে, দাবি স্থানীয়দের।
দুপুরে দেহগুলো উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার মোথাবাড়ী থানার পুলিশ।