সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: রবিবার ২৩,জুলাই :: রবিবার জল্পেশ মন্দিরে তৃতীয় সপ্তাহে পূন্ন্যার্থীদের উপচে পড়া ভিড় । কিন্তূ চ্যানেলের মাধ্যমে জল ঢালাতে সন্তুষ্টু নন পুণ্যার্থীরা। জল্পেশ মন্দিরে সকাল থেকেই পূণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় কিন্তূ আদালতের নির্দেশে তৃতীয় সপ্তাহ থেকেই জল ঢালতে হয় চ্যানেলের মাধ্যমে।
চ্যানেলের মাধ্যমে সেই জল বাবার মাথায় গিয়ে পড়বে সেই ছবি দেখতে পারবেন পুণ্যার্থীরা জায়ান্ট স্ক্রিনে। এদিন এই উপলক্ষে জল্পেশ মন্দির প্রাঙ্গনের আশেপাশে মেলার ব্যবস্থাও করা হয় সেই সঙ্গে মন্দির প্রাঙ্গনে নিরাপত্তার দিক লক্ষ রেখে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল জেলা পুলিশের পক্ষ থেকে।
এই চ্যানেলের মাধ্যমে জল ঢালাতে মেলায় আসা ব্যবসায়ীরা, সমস্যায় পড়েছেন বলে জানান। তারা বলেন চ্যানেলের মাধ্যমে জল ঢাললে পুণ্যার্থীদের সংখ্যা কমে যাবে বলে মনে করেন, কারণ বাবার দর্শন না পেলে তারা কি করে মন্দিরে আসবেন বা কি করে আমাদের ব্যবসা চলবে। তারা মনে করছেন তাদের এবার ব্যবসা মন্দাই যাবে।