রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেলস্টেশনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সমুদ্রগড় :: রবিবার ১৩,এপ্রিল :: রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেল স্টেশনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি জলনামা পাইপের মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটি দেখতে সকেট জাতীয় হওয়ায়, তা ঘিরে শুরু হয় বোমাতঙ্ক।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ স্টেশনে পৌঁছায় আরপিএফ, জিআরপি এবং নাদনঘাট থানার পুলিশ। এলাকাটি ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে খবর পাঠানো হয় বোম স্কোয়ার্ডকে।

পুলিশ জানিয়েছে, বস্তুটি আদৌ বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সতর্কতা অবলম্বন করেই তদন্ত শুরু হয়েছে। স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত পরীক্ষার পর জানা যাবে বস্তুটির প্রকৃতি এবং বিপজ্জনক কি না তা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =