নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: ২রা,এপ্রিল :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে সাংসদ পদ খারিজ হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তারই প্রতিবাদে রবিবার পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে, বিক্ষোভে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জী, কার্যকারী সভাপতি আইনজীবী মোজাম্মেল হক, কাঁকসা ব্লক কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক তথা জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ব্লকের শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি ইন্দর কুমার মেহেরা,সহ অন্যান্যরা।
এদিন কংগ্রেসের রাস্তা অবরোধের জেরে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি জানিয়েছেন বিজেপি সরকার অনৈতিক এবং অসাংবিধানিক ভাবে সাংসদ পদ খারিজ করেছে রাহুল গান্ধীর।তারই প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে দলের নির্দেশ মত আজ তারা প্রতিবাদে বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচি পালন করেন।