নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পেট্রাপোলে সীমান্ত :: রবিবার ২৭,অক্টোবর :: রবিবার পেট্রাপোলে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ , আরও মসৃণ হতে চলেছে সীমান্ত বাণিজ্য। বদলাতে চলেছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর।
ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের চেনা ছবি। চালু হলো ‘আন্তর্জাতিক মৈত্রী দুয়ার’ এবং এবং আধুনিক যাত্রী টার্মিনাল। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই টার্মিনালের উদ্বোধন করলেন। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বাণিজ্যিক লাভ হবে বলেই মনে করছে সীমান্ত বাণিজ্য মহল।
উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের ভারত-বাংলাদেশ সীমান্তে চালু হলো নতুন যাত্রী প্রতীক্ষালয়। সঙ্গে নতুন একটি প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে মৈত্রী গেট । রবিবার নতুন দুই প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর আগমন ঘিরে বনগাঁর সীমান্ত এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।