নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডিমডিমা :: রবিবার ৭,জুলাই :: হাতির হানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার ভোর চারটা নাগাদ এক দল হাতি তান্ডব চালায় মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুঝুমড়া অঞ্চলের ডিমডিমা চা বাগানের তরুঞ্জু লাইনে।
প্রতিকী চিত্র
হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিতা খাড়িয়া,বাল্কু টোপ্পো,অজিত ইন্দুয়ার,পাঞ্চাম টোপ্পো, আমান খাড়িয়ার বাড়ি । স্থানীয় বাসিন্দা সুখবীর খাড়িয়া জানান আমার পাশের বাড়ি ভাঙ্গার আওয়াজে ঘুম ভেঙে যায়।ঘর থেকে বের হয়ে দেখি পাশে তিনটি ঘর ভেঙে চুমার করে দেয়।
বন দপ্তরকে খবর দেওয়ার আগেই ধংসলীলা চালিয়ে গ্ৰাম থেকে বেরিয়ে যায় হাতির দল। দলগাঁও বনদপ্তর রেঞ্জের ধনঞ্জয় রায় জানালেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সঠিক কাগজ পত্র জমা করলে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ দেওয়া হবে