রবিবার মথুরাপুর হাইস্কুলের শতবর্ষ উৎযাপন হল আড়ম্বরের সাথে ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: পরাধীন ভারতবর্ষে সুন্দরবন এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রামনগরে শিক্ষানুরাগী নিতাই কুরুই ও সুভাষ হালদারের উদ্যোগে ১৯২৩ সালে গড়ে ওঠে মথুরাপুর হাইস্কুল। একদা ইংরাজি মাধ্যম হাইস্কুল ছিল। পরবর্তীকালে বাংলা মাধ্যম স্কুল হিসাবে পঠনপাঠন শুরু হয়। মাধ্যমিক পর্যন্ত শুধুমাত্র বয়েজদের পঠনপাঠন হয়। তবে উচ্চমাধ্যমিক কো- এডুকেশন।

এই স্কুলের কৃতী ছাত্রদের তালিকা দীর্ঘ। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাতুয়া, বিধায়ক সত্যরঞ্জন বাপুলি, অডিটর জেনারেল জ্যোতির্ময় মণ্ডল। রবিবার স্কুলের শতবর্ষ উৎযাপন হল আড়ম্বরের সাথে । এই অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ছাত্র- ছাত্রীরা অংশ নেন। শতবর্ষ উৎসবের সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

করোনা বিধি মেনে এদিন ছিল পড়ুয়াদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান শিক্ষক অবনী পাত্র ও শতবর্ষ কমিটির চেয়ারম্যান প্রণব গায়েন স্কুলের অতীত থেকে বর্তমান তুলে ধরেন। সুন্দরবন এলাকায় শিক্ষা বিস্তারে এই স্কুল কাজ করে যাবে বলে জানালেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =