রবিবার রাতে বক্রেশ্বর বাসস্ট্যান্ডে মহিলা পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে প্রতিবাদে গর্জে উঠেন হাতে আলোর রোশনাই জ্বালিয়ে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: সোমবার ১৯,আগস্ট :: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন টলি জগতের অভিনেতা-অভিনেত্রী পরিচালকরা থেকে শুরু করে প্রতিটি মানুষ । আগামী ২৪ তারিখ অবধি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারা লাগু করা হয়েছে।

এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত ৫ জনের বেশি জমায়েত করা যাবেনা। যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলকাতা পুলিশের এই নিয়মের চরম প্রতিবাদ করতে দেখা গেলো বীরভূমের বক্রেশ্বরে । রবিবার রাতে বক্রেশ্বর বাসস্ট্যান্ডে মহিলা পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে প্রতিবাদে গর্জে উঠেন হাতে আলোর রোশনাই জ্বালিয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =