নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার সকালে বড়সড়ো দুর্ঘটনার হক্ত থেকে রক্ষা পেল ইস্পাত এক্সপ্রেস। ২২৮৬১ আপ ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সাঁতরাগাছি স্টেশনের আগে বাকসাড়া রেল গেট পেরোনোর সময় আচমকাই ট্রেনের তৃতীয় ও চতুর্থ কামরা খুলে যায়। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ৮:৪৩ মিনিটে রওনা দেয়।
সকাল ৯:০৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলেই জানা যাচ্ছে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। ৯:২৫-৯:৪৮ মিনিট মেরামতির কাজ শুরু হয় সাঁতরাগাছি স্টেশনে। প্রায় ঘন্টা তিনেক এর প্রচেষ্টায় ট্রেন মেরামতির কাজ সম্পূর্ণ হয়। ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা। রেলের বগি খুলে যাওয়ার এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা। একইভাবে যাত্রী সুরক্ষাও প্রশ্নের মুখে পড়ছে বলেই অভিমত যাত্রীদের।