রবিবার সন্ধ্যায় তমলুকে সেই পুড়ে যাওয়া মন্ডপ দেখতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: সোমবার ২৪,মার্চ :: দোল উৎসবের পুজ মণ্ডপে আগুন লাগার পরে রবিবার সন্ধ্যায় সেই পুড়ে যাওয়া মন্ডপ দেখতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুড়ে যাওয়া মণ্ডপটি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করলেন, পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে আরতি করলেন।

কোন সনাতনী মানুষ এইভাবে পূজো মণ্ডপ পুড়িয়ে দিতে পারেনা, সব হিসাব হবে ২৬ সালে। পুলিশ যদি তদন্ত করতে না পারে তাহলে পুড়ে যাওয়া মণ্ডপের তদন্ত করবে ২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের গণপতি নগর জনকল্যাণ সংঘের পরিচালনায় ৪৩ বছর ধরে দোল উৎসব হয়ে আসছে। এদিন পুড়ে যাওয়া মণ্ডপটি পরিদর্শন করতে এলেন। সনাতনী হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =