নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: সোমবার ৭, জুলাই :: মহরম অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে। রবিবার হলদিবাড়ির বিভিন্ন এলাকা থেকে মহরম দলগুলো মিছিল করে হলদিবাড়ি পাইকারি সবজি বাজারে এসে উপস্থিত হয়।
সেখানে মহরম খেলা অনুষ্ঠিত হয়। এরপর হলদিবাড়ি থানা মহরম কমিটির উদ্যোগে একটি শান্তি মিছিল বের করা হয়। সেটি হলদিবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে।