নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৮,সেপ্টেম্বর :: রবীন্দ্র সদনের সামনে তৃণমূল শুভেন্দু অধিকারীর বিক্ষোভে চরম উত্তেজনা ছড়াল।
কলকাতায় সেনার আওতাধীন জমিতে বাঁধা প্রতিবাদ মঞ্চ খুলে ফেলার ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে রবিবার মালদার চাঁচল কলেজের টিএমসিপি ইউনিটের ছাত্র নেতারা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি রবীন্দ্রনাথের ছবিতেও অগ্নিসংযোগ করেন।
এরপরই নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। এরই প্রতিবাদে রবীন্দ্র সদনে বিক্ষোভ ঘিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূল ছাত্রনেতাদের এই পদক্ষেপে বিরোধীদের তীব্র সমালোচনা শোনা গেছে। এদিকে, অশান্তি এড়াতে প্রশাসনের তরফে আপাতত রবীন্দ্র সদন বন্ধ রাখা হয়েছে। ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।
একপক্ষের দাবি, এটি সাংস্কৃতিক অসম্মান, অন্যপক্ষের বক্তব্য, প্রতিবাদকে বিকৃত রূপ দেওয়া হচ্ছে।