রয়েছে বড় বিপদের আশঙ্কা , তবুও যাত্রী বোঝাই নৌকাতে চলছে গ্যাস সিলিন্ডার পারাপার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: শনিবার ২৭,জুলাই :: গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক । তবুও সাংসারিক জীবনে গ্যাস সিলিন্ডার ছাড়া এক পা-ও ফেলতে পারেনা মানুষজন । কিন্তু শতাধিক ভর্তি গ্যাস সিলিন্ডার যাত্রী বোঝাই নৌকাতে করে বিভিন্ন দ্বীপে টাকার লোভে নিয়ে যাওয়া এটা কি ধরনের ব্যবস্থাপনা তা প্রশ্ন থেকেই যাচ্ছে।

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জনবহুল এলাকা রামগঙ্গা পাথরপ্রতিমা, বিরাটের বাজার সহ বিভিন্ন জায়গায়। উল্লেখ্য পাথরপ্রতিমার প্রায় নটি দ্বীপ রয়েছে নদী বহুল এলাকা জুড়ে । এর মধ্যে প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস কানেকশন রয়েছে বিভিন্ন কোম্পানির । সেই সিলিন্ডার গুলো নিয়ে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা।

এই দ্বীপ গুলির বিভিন্ন দিক থেকে মানুষজন নৌকাতে করেই যাতায়াত করেন । আর সেই নৌকাগুলো রামগঙ্গা পাথর বিরাটের বাজার থেকে যখন দ্বীপে পৌঁছায় তার উপরে থাকে গ্যাস সিলিন্ডার নীচে থাকে প্রচুর যাত্রী । এর মধ্যে কোন কোন নৌকাতে থাকেন প্রচুর ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

যাত্রীদের অভিযোগ যদি মাঝ নদীতে কোন ভাবে গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটে যায় তাহলে বড় বিপদ হবে যাত্রীদের। কারণ নৌকাতে ধূমপান যেমন চলে তেমনি যেখানে নৌকার ইঞ্জিন চলে তার কাছাকাছি গ্যাস সিলিন্ডার থাকে । আর ইঞ্জিনের পাইপ দিয়ে গরম ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বার হতে থাকে।

এইভাবে কি গ্যাস সিলিন্ডার ও মানুষজন একসঙ্গে নিয়ে যাওয়া যায় সেই প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ যাত্রীরা । তাদের দাবী এই সামান্য টাকার জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে। গ্যাস সিলিন্ডারের জন্য আলাদা নৌকার ব্যবস্থা করা উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =