সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৯,ডিসেম্বর :: শীতকাল মানে উত্তরবঙ্গে পর্যটকদের সমাগম, রসিকবিল থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সর্বত্রই দেখা যায় পর্যটকদের আনাগোনা। সাম্প্রতিক কোচবিহারে রসিক বিলে এসেছে চিতাবাঘ। এবার পর্যটকদের জন্য আরও সুখবর বেঙ্গল সাফারি পার্কে আসতে পারে সিংহ। সমস্ত বিষয়ে ঠিকঠাক থাকলে খুব দ্রুত বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলবে পশুরাজের।

তবে প্রথমেই পর্যটকরা সিংহের দর্শন পাবেন না বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখবার পর তবেই দেখা মিলবে পশুরাজের। বেঙ্গল সাফারি পার্কে সিংহের আগমন ঘটলে পর্যটকদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে এই পার্ক এমনটা বলা যেতেই পারে। সিংহ চলে এলে বেশ কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে