নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পুজোর আগে বেড়াতে যাওয়ার জন্য বা ব্যবসার কাজে যাওয়ার জন্য বেশ কিছু মানুষ রিজার্ভেশন করে রেখেছিলেন। কিন্তু এবার সেসব যাত্রীরা সমস্যায় পড়তে পারেন এমনটাই মনে করা হচ্ছে। বিশেষ করে বীরভূম লাইনের ময়ূরাক্ষী ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সিউরি, দুবরাজপুর-সহ বিভিন্ন এলাকার মানুষ।
ট্রেন যাত্রীরা জানান, ময়ূরাক্ষী, হূল এই সমস্ত ট্রেন সরাসরি হাওড়ায় পৌঁছয়। কিন্তু এই সমস্ত ট্রেনগুলি বাতিল হওয়া সমস্যা দেখা দিয়েছে। বোলপুর থেকে শান্তিনিকেতনের এক্সপ্রেস, এছাড়াও কবিগুরু, মাতারা না থাকায় অসুবিধায় যাত্রীরা। রবিবার এমন খবর আচমকাই পেয়ে দীর্ঘক্ষণ স্টেশন চত্বরেই কাটাতে হয় বহু যাত্রীদের।
হাওড়া ডিভিশনের রসুলপুর ও শক্তিগড় স্টেশনে কাজের ফলে ট্রেন বাতিল। একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করেছে পূর্ব রেল। শিয়ালদহ, হাওড়া ও কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সোমবার থেকে আগামী ১৩-ই সেপ্টম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। পুজোর মুখে এভাবে ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন বীরভূমের ব্যবসায়ীদের একাংশ।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া বর্ধমান শাখার শক্তিগড়, রসুলপুরে থার্ড লাইনের কাজ চলছে, সেই জন্য কর্ড ও মেন লাইনে ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে।১৫ ঘণ্টা পর্যন্ত সেই ট্রাফিকের মেয়াদ ৷ ফলত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় কার্যত ট্রেন চলাচল স্তব্ধ থাকবে।