নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: গত তিনদিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক বিএলও। বাড়িতেই পড়ে রয়েছে তাঁর পরিচয় পত্র, এসআইআর সক্রান্ত কাগজপত্র।
শুনানির আগেই আচমকা বিএলও নিখোঁজ হওয়ার এলাকায় চঞ্চল্য ছড়িয়েছে। এনিয়ে থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ থাকার অভিযোগ দায়ের করেছে।শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতাও।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া ১ নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা অমিত কুমার মণ্ডল।কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন।তিনি কাটোয়ার ২৩ নম্বর বুথের দায়িত্বে রয়েছেন।
ওই বিএলওর ভাই অভিজিৎ মণ্ডল বলেন, “মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দাদা বাজার থেকে বাড়ী এসে মোটরবাইক রেখে মিটিং আছে বলে বেরিয়ে যান। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না আসায় সন্দেহ হয়। ফোন বাড়িতে রেখে গিয়েছে।
খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। দাদা এসআইআর নিয়ে চাপে ছিলো। এনিয়ে আমরাও চিন্তায় রয়েছি। থানার দ্বারস্থ হয়েছি”। সঠিক কি কারনে BLO অমিত কুমার মন্ডল নিখোঁজ তা নিয়ে বাড়ছে রহস্য বাড়ছে। তবে এই মুহূর্তে দুশ্চিন্তায় দিন কাটছে সকলের।
শুনানির জন্য ৩০ জন ভোটারের নোটিশ বিলি করেছেন তিনি। মাত্র দুদিন পর থেকেই জন শুনানি শুরু হবে। সেখানে বিএলও হিসেবে তাঁর উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। কিন্তু তার আগেই তার নিখোঁজ হওয়ার ঘটনায় বিড়ম্বনায় প্রশাসন।

