সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২৬,ফেব্রুয়ারি :: রাঁচি টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছিলেন রবিচন্দ্র অশ্বিন ও কুলদীপ যাদব। তাদের যুগলের স্পিনের ফাঁদে পড়ে ইংল্যান্ড দ্রুত অলআউট হয়ে যায়।
জিততে হলে চতুর্থ টেস্টে করতে হতো ১৯২ রান । ভারত গতকাল কোন উইকেটে না হারিয়ে ৪০ রান তোলে খেলার শেষ হওয়া পর্যন্ত। রাঁচি টেস্টের চতুর্থ দিনের লাঞ্চের কিছু সময় পর প্রয়োজনীয় ১৯২ রান ভারত পাঁচ উইকেট হারিয়ে তুলে নেয়। যার সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের পকেট বন্দি করে ফেলল টিম ইন্ডিয়া।
শেষ টেস্ট ম্যাচ কার্যত নিয়ম রক্ষার হয়ে দাঁড়ালো। প্রথম টেস্টে হেরে যাওয়ার পরে পর পর তিনটি টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। তবে ভারতের স্পিনিং যুগলকে কিন্তু প্রশংসা দিতেই হবে। তাদের অসামান্য বোলিং এর কারনে ইংল্যান্ড খুব দ্রুত অলআউট হয়ে যায় যার জন্য টার্গেট টা অনেক কমে যায় টিম ইন্ডিয়ার কাছে।
তবে ১৯৩ রান তুলতে ভারত পাঁচটি উইকেট হারিয়ে ফেলে। যদি আরও একটু বেশি টার্গেট হতো তাহলে হয়তো ভারতকে চাপে পড়তে হতে হত । সেটা হতে দেয়নি ভারতের স্পিনিং যুগল। তাদের অসামান্য বোলিং এর কারনে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ একেবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তৃতীয় দিনে।
এদিন একটি উপযোগী ইনিংস খেলেন গিল ব্যক্তিগত ৫২ রান করেন তিনি। অপরদিকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও একটি তাৎপর্যপূর্ণ ইনিংস খেললেন ভারতের নবাগত উইকেট কিপার ধ্রুব জুরেল। তিনি ব্যক্তিগত ৩৯ রান করেন। চাপের মুখে উভয় ইনিংসে সচ্ছন্দের সঙ্গে খেললেন ভারতের নবাগত উইকেট কিপার ধ্রুব জুরেল। প্রথম টেস্ট থেকে তিনি জানান দিলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া।